প্রকাশ : ১১ জুলাই ২০১৬, ১৯:২২:২১ |
'বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্র'
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, 'সকলকে নিয়ে চলার সম্মিলিত মূল্যবোধের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।'
তিনি বলেন, 'আমি এখানে এসেছি সন্ত্রাসবাদ ও চরম পন্থার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থনের প্রস্তাব নিয়ে। গণতন্ত্র, সহিষ্ণুতা ও সকলের মিলেমিশে চলার সম্মিলিত মূল্যবোধের ওপর ভিত্তি করে আমাদের যে দীর্ঘ গভীর অংশীদারিত্ব রয়েছে এই প্রস্তাব তার ধারাবাহিকতার অংশ। বাংলাদেশের সঙ্গে এই ব্যাপকভিত্তিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। আমাদের এই অংশীদারীত্বে যে কোনো দেশ অংশ নিয়ে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা করতে পারে।'
নিশা দেশাই বলেন, 'চরমপন্থা একটি বৈশ্বিক হুমকি। আমরা আজকাল খুব বেশি দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে কোনো জায়গা থেকে তাদের অনুসারীদের নিয়োগ দিতে পারে এবং যে কোনো জায়গা থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে।'
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, 'যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, আমরা যে ধরনের সহযোগিতা চাইবো সব ধরনের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র রাজি রয়েছে। এখন আমরা যাছাই-বাছাই করে দেখবো আমাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন।'
সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রীর অফিস কক্ষে প্রথমে বেলা ৩টায় দ্বিপাক্ষিক বৈঠক হয়। তারপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।
এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিনার আছাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম প্রমুখ। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শাম ব্লুম বার্নিকাট।
রোববার সকালে দুই দিনের সফরে নিশা দেশাই বিসওয়াল ঢাকায় পৌঁছান। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি নিশা দেশাই সন্ত্রাস দমনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তার প্রস্তাব দেন।
- মাঝি বেচেঁ থাকলে নদী বাচঁবে
- পার্বত্য অঞ্চল জঙ্গিদের অস্ত্রের মূল উৎস
- নিরাপত্তার আশংকায় বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল বন্ধ
- কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৯
- জঙ্গি দমনে অবৈধ স্থাপনা উচ্ছেদ কতটুকু কাজে আসবে?
- ঢাকার বাসাবাড়িতে বেড়েছে নিরাপত্তা সামগ্রীর ব্যবহার
- ‘নিখোঁজ অনেকের অভিভাবক সমাজচ্যুতির ভয়ে’
- একটি ক্যামেরা আনতে জার্মানি যাচ্ছেন ৩ কর্মকর্তা
- র্যাবের নিখোঁজ তালিকায় রিকশাচালক থেকে পাইলট
- হাতির সঙ্গে মানুষের দ্বন্দের শঙ্কা