প্রকাশ : ১১ জুলাই ২০১৬, ২১:০৩:৩৭ |
পাঁচ জঙ্গির ডিএনএ পরীক্ষা করা হবে
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গির ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। আর এই পাঁচজনের অস্থি-মজ্জা, রক্তমাখা জামাকাপড় আলামত হিসেবে জব্দ করার কথাও ওই আবেদনে উল্লেখ করা হয়েছে।
সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক হুমায়ুন কবির এ আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. নূরনবী আবেদন মঞ্জুর করেন।
শুনানির পর পুলিশের অপরাধ তদন্ত এবং তথ্য প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, মামলার তদন্তের স্বার্থে মৃত পাঁচ জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের দেহের ডিএনএ পরীক্ষার জন্য অস্থি-মজ্জা সংরক্ষণের আবেদন করা হয়েছে।
আর যাদের পরিচয় পাওয়া গেছে, তাদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের আবেদন করা হয়েছে।
গত ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গিরা তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক।
- মাঝি বেচেঁ থাকলে নদী বাচঁবে
- পার্বত্য অঞ্চল জঙ্গিদের অস্ত্রের মূল উৎস
- নিরাপত্তার আশংকায় বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল বন্ধ
- কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৯
- জঙ্গি দমনে অবৈধ স্থাপনা উচ্ছেদ কতটুকু কাজে আসবে?
- ঢাকার বাসাবাড়িতে বেড়েছে নিরাপত্তা সামগ্রীর ব্যবহার
- ‘নিখোঁজ অনেকের অভিভাবক সমাজচ্যুতির ভয়ে’
- একটি ক্যামেরা আনতে জার্মানি যাচ্ছেন ৩ কর্মকর্তা
- র্যাবের নিখোঁজ তালিকায় রিকশাচালক থেকে পাইলট
- হাতির সঙ্গে মানুষের দ্বন্দের শঙ্কা