প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৫, ১৮:১৩:৩৫ |
জানুয়ারিতে বিয়ে প্রীতি জিনতার?
বিনোদন ডেস্ক
জীবনের বইতে নেস ওয়াদিয়া অধ্যায় সম্পূর্ণ ছিঁড়ে ফেলে নতুন শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী তথা আইপিএল মালকিন প্রীতি জিনতা। মুম্বই মিররে এমনই ইঙ্গিত দেয়া হয়েছে।
সংবাদে বলা হয়, আগামী বছর জানুয়ারিতে মার্কিন নাগরিক জেন গুডএনাফের সঙ্গে সাতপাকে বাধা পড়তে চলেছেন প্রীতি। প্রীতি নাকি এখন জেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। জানুয়ারিতে আমেরিকা উড়ে যাবেন প্রীতি। সেখানেই ছোট অনুষ্ঠান করে তার মার্কিন প্রেমিক গুডএনাফের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করবেন ৪০ বছর বয়সী প্রীতি।
নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগ আনার পর্ব থেকেই এই জেনের সঙ্গে পরিচয় প্রীতির।
খারাপ সময় পাশে থাকার পাশাপাশি জেনের কথাবর্তা খুব মনে ধরে কিংস ইলেভেন পঞ্জাব দলের মালকিনের। বলিউডে সেভাবে কল্কে পাচ্ছেন না প্রীতি। ব্যক্তিগত সম্পর্কেও ঘেঁটে ছিলেন। এখন নতুন জীবন শুরু করতে চাইছেন বলিউডের জারা। এমনিতে বলিউড আর ক্রিকেটে এখন বিয়ের মৌসুম বলা চলে। হ্যাজেল কিচ থেকে গীতা বাসররা বিয়ে করে ফেলেছেন ভাজ্জি, যুবিদের সঙ্গে। প্রীতি বলিউডেও আছেন, ক্রিকেটেও আছেন। এই ভরা মরসুমে নতুন জীবন শুরু করার এর চেয়ে ভাল সময় আর হয়তো পাবেন না। যদিও প্রীতি প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলছেন না।
এই পাতার আরো খবর
সর্বশেষ সংবাদসর্বাধিক পঠিত
- মাঝি বেচেঁ থাকলে নদী বাচঁবে
- পার্বত্য অঞ্চল জঙ্গিদের অস্ত্রের মূল উৎস
- নিরাপত্তার আশংকায় বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল বন্ধ
- কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৯
- জঙ্গি দমনে অবৈধ স্থাপনা উচ্ছেদ কতটুকু কাজে আসবে?
- ঢাকার বাসাবাড়িতে বেড়েছে নিরাপত্তা সামগ্রীর ব্যবহার
- ‘নিখোঁজ অনেকের অভিভাবক সমাজচ্যুতির ভয়ে’
- একটি ক্যামেরা আনতে জার্মানি যাচ্ছেন ৩ কর্মকর্তা
- র্যাবের নিখোঁজ তালিকায় রিকশাচালক থেকে পাইলট
- হাতির সঙ্গে মানুষের দ্বন্দের শঙ্কা